Tuesday, October 21, 2008

মোর বাসনা

বাঙলা আমাদের ঠিকানা
বন্ধু পদ্মা মেঘনা যমুনা
পদ্মা মেঘনার জন্ম কোথায়
তুমি আমি কেউ জানিনা
জানি শুধু একটাই
সে আমাদের সাধনা।
জীবন দিয়ে বাসবভালো
বাঙলা মোদের হ্রদয়ের আলো
সেই আলোতে চলতে চাই
এইতো মোর কামনা।
বাচতে চাই তোমার সুখে
মরতে চাই তোমার বুকে
আকুল করা তোমার গানে
সুর দেয়া মোর বাসনা।

No comments: