বাঙলা আমাদের ঠিকানা
বন্ধু পদ্মা মেঘনা যমুনা
বন্ধু পদ্মা মেঘনা যমুনা
পদ্মা মেঘনার জন্ম কোথায়
তুমি আমি কেউ জানিনা
জানি শুধু একটাই
সে আমাদের সাধনা।
জীবন দিয়ে বাসবভালো
বাঙলা মোদের হ্রদয়ের আলো
সেই আলোতে চলতে চাই
এইতো মোর কামনা।
বাচতে চাই তোমার সুখে
মরতে চাই তোমার বুকে
আকুল করা তোমার গানে
সুর দেয়া মোর বাসনা।
তুমি আমি কেউ জানিনা
জানি শুধু একটাই
সে আমাদের সাধনা।
জীবন দিয়ে বাসবভালো
বাঙলা মোদের হ্রদয়ের আলো
সেই আলোতে চলতে চাই
এইতো মোর কামনা।
বাচতে চাই তোমার সুখে
মরতে চাই তোমার বুকে
আকুল করা তোমার গানে
সুর দেয়া মোর বাসনা।
No comments:
Post a Comment