Wednesday, October 15, 2008

ঈদ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশিবিশ্বের প্রতিটি মুসলমানের জীবনে ঈদ আসেধনী-গরীব সবার মধ্যে ঈদের আনন্দ জেগে ওঠেঈদের কথা মনে পরতেই মনের মধ্যে আনন্দে জোয়ার এসে যায়ছেলেবেলা থেকেই আমরা জানি ঈদ সবার জন্যঈদ এলে সবার নতুন-নতুন জামা- কাপড় বানানো, মজার মজার খাবার তৈরি করা, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া ইত্যাদি ইত্যাদিকত আনন্দ, কত মজা, কত উল্লা, কত খুশিতার কোন শেষ নেইঅথচ বর্তমানে এরই মধ্যে কত ব্যতিক্রম! বর্তমানে ঈদ শুধু ধনীদের জন্যধনীরাই একমাত্র ঈদে আনন্দটাকে উপভোগ করতে পারেগরীবদের জন্য শুধুমাত্র নামে ঈদ ঈদের আনন্দ উপভোগ করার ক্ষমতা তাদের নেইবর্তমানে আমাদের সমাজে এমন কিছু পরিবারের মধ্যে পার্থক্য রয়েছে, যেটা শুধুমাত্র চোখে পরার মত, কিন্তু মুখে বলার মত সাহস, মনমানসিকতা, ইচ্ছা কোনটাই কারও নেই যেমন আমাদের সমাজে এমন কিছু উচ্চবিত্ত পরিবার আছে যা কেবলমাত্র নিজেদের বিলাসিতার জন্য লক্ষ-লক্ষ টাকা খরচ করেঅথচ তার হাতের কাছে, তারই পাশে এমন এক পরিবার আছে, যারা লক্ষ টাকা তো দুরের কথা একশ টাকা খরচ করতে পারেনা এমনও অনেক পরিবার আছে যারা ঈদ উপলক্ষে নিজেদের বিলাসিতার জন্য তো করেই, এমনকি ঘরের আসবাবপত্রও পরিবর্তন করেঘর সাজাতে দামি দামি অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের ফুলের টপ, ফুলদানি ইত্যাদি ইত্যাদি জিনিপত্র কিনে থাকেকিন্তু তারই পাশে বসবাসরত এমন পরিবার আছে যারা পঞ্চাশ টাকা দিয়ে নিজেদের সন্তানের জন্য একটা জামা কিনার ক্ষমতা তাদের নেইকেন এই তফা আমাদের সমাজে? অথচ এই যে তফা , এটাকে আমরা কেবল ফুটিয়ে তুলতে পারি সবার সামনেকিন্তু তফাটাকে ভেঙে ফেলতে পারিনাবর্তমানে দেখা যায় গরীবের এই কষ্টটাকে উপহাস করা হচ্ছেযেমন ঈদ উপলক্ষে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দিচ্ছে গরীবদের ঈদ নিয়েতারা কিভাবে ঈদ কাটালো সেটা ফুটিয়ে তুলছে ক্যামেরার মাধ্যমে সবার সামনে আবার ক্যামেরার সামনেই গরীবদেরকে সহানুভুতি দেখাচ্ছেযে উপস্থাপক বা উপস্থাপিকা উপস্থাপনা করছে, সে নিজে গরীব বাচ্চাটাকে দেখিয়ে আফসোস করছেঅথচ তার বিবেকে এতটুকু প্রশ্ন জাগেনি যে, তার পরনে হাজার টাকার দামে পোষাকআর যাকে নিয়ে আফসোস করা হচ্ছে সে হয়ত বা খালি গায়ে, না হয়, সে ছেড়া গেঞ্জি পরাকেন? এই তফা কেন? হাজার টাকার দামি পোষাক না পরে ওখান থেকে কিছু তাদের সাহায্য করিআমরা ভেবেছি ক্যামেরার সামনে গরীবদের নিয়ে প্রতিবেদন দেখিয়ে তাদের প্রতি সহানুভুতি করছিকিন্তু না, এতে সহানুভুতিটা প্রমান হয়নাপ্রমান হয় বাংলাদেশের ধনীরা সার্থপরতারা প্রমান করতে চায় তাদের মুখের মহানুভবতাএটাকে কি মহানুভবতা বলে? না এটা কে উপহাস বলেউপস্থাপক উপস্থাপিকারা উপস্থাপনা করে যাতে গরীবের এই দুঃখটা ধনীদের চোখে পড়েকিন্তু তারা জানেনা সম্পদের লোভে ধনীদের চোখে পর্দা পড়ে গেছেতারা মুখ দিয়েই শুধু আফসোস করবেতারা শুধুমাত্র মুখের ব্যবহার করবে, কিন্তু ন্তরের ব্যবহার করবে নাআমি সুদূরে যাবনা, আমি আমার বাংলাদেশের কথাই বলিএই সমাজে কেউ কোটিপতি আবার কেউ শূন্যপতি, যাকে বলা হয় এক কথায় নিঃস্বকেন এত বড় উচ্চ তফা? একজন কোটিপতির যদি মাসে দশ লক্ষ টাকা আয় হয়এবং সে যদি ঐ টাকা থেকে তার একজন গরীব কর্মচারীকে পঞ্চাশ হাজার টাকা দেয়তবে পরের দিন সেই গরীব কর্মচারী আর গরীব থাকবে নাআর শুধুমাত্র এই ব্যবস্থা সম্ভব হবে যাকাত প্রথা চালু করার মাধ্যমে

এত কিছু পরখ করে বুঝা যায় বাংলাদেশের ধনীদের শুধু ধন আছে মন নাআর যে ধনীর ধন আছে কিন্তু মন নাই, সে প্রকৃতপক্ষে অভাবমুক্ত নয়শুধুমাত্র যাকাত প্রথা চালুর মাধ্যমেই আমরা রোজার শিক্ষাকে কাজে লাগাতে পারব এবং প্রকৃত ঈদের আনন্দটাকে সবাই মিলে অনুভব করতে পারব

No comments: