Thursday, November 13, 2008

মডেল কন্যার বিয়ে

ধনকুবেরের ছেলে সেযে
বয়স কত? সাতাশ
যৌবনে তার লাগলো আহা মিষ্টি বিয়ের বাতাশ।
বাপের আছে বাড়ি-গাড়ি
পয়সা কড়ি অঢেল,
শখ জেগেছে করবে বিয়ে
পাত্রীটা চাই মডেল।
দিন ও তারিখ ঠিক করে সে
দেখতে গেল পাত্রী,
রুপটা মেয়ের ভালই তবে
নাম মাত্রেই ছাত্রী।
ছেলের অভিভাবক দেখেন
মেয়ের হাসি দাত
আরও দেখেন ছড়ানো চুল
গায়ের ত্বক ও হাত।
বিচলিত অভিভাবক
বললো বার মাসই
ক্লোজাপের বিজ্ঞাপনে
দেখেছি এই হাসি
নেলপলিশের বিজ্ঞাপনে
দেখেছি এই নখ
কেয়ার আ্যডে চুল দেখেছি
এবং কাজল চোখ
মেরিল লোশন বিজ্ঞাপনে
দেখেছি এই ত্বক
তখন থেকেই আমার ছেলের
জাগল বিয়ের শখ।
হাটো তো মা একটু খানি
স্মার্টটা কেমন হাটায়?
ও বুঝেছি জুতোর মডেল
সেই যে হল বাটায়।
কানও তোমার দেখেছি আগে
অলংকারের আ্যডে
“তিলোত্তমা” থেকে তোমায়
দিয়েছিলো ‘ড্যা-এ’।
বেয়াই সাহেব করেন এবার
দিন ও তারিখ ধার্য
তাড়াতাড়ি ঘটাতে চাই
এই বিবাহের কার্য।
মডেল মেয়ের বিয়ের নিউজ
ছাপবে ফলাও করে
আশায় আছি বধুর সাজে
আসবে কবে ঘরে।
ছেলের বধু হয়ে আসবে
তারপরও বেশ ভয়
মডেল মেয়ে কখন জানি
ছাড়াছাড়ি হয়।

No comments: