Thursday, November 13, 2008

চলার পথ

সামনে চলার অনেক পথ
সঠিক পথটি চিনতে হয়
এগিয়ে চলার সেই পথটি, ফেলে রাখার নেই সময়।
আমরাইতো সামনের
সুখের ভবিৎষত ,
আমরাইতো খুঁজবো
সুখের সঠিক পথ।
সেই আমরাই যদি বসে থাকি, তা কি করে হয়.......?
তাই এগিয়ে চলার সেই পথটি, ফেলে রাখার নেই সময়।
সঠিক পথটি চিনতে
করি যদি ভুল ,
জীবনে আর কোন দিন
ফুটবে নাতো ফুল।
বল ফুল না ফুটলে জীবনের কি কোন দাম রয়.......?
তাই এগিয়ে চলার সেই পথটি ফেলে রাখার নেই সময়।